Bandhan Bank Recruitment । উচ্চ মাধ্যমিক পাশে বন্ধন ব্যাংকে বিভিন্ন পদে কর্মী নিয়োগ!

Join Our WhatsApp Group For New Update

Bandhan Bank Recruitment : বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে নুন্যতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নুন্যতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে তাই যারা শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস করেছেন তার চেয়ে বেশি।

Click here for Official Website : https://bandhanbank.com/

নিয়োগকারী সংস্থা(Recruitment Agency) ও শূন্যপদের নাম(Name of Vacancy):- বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী KYC Verification Manager, Loan, Manager, Finance Manager, Insurance Manager, Accountant পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):- প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস। সেই সঙ্গে প্রত্যেক আবেদনকারী যে যে পদের জন্য আবেদন করবেন তাদের সেই পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। নুন্যতম উচ্চমাধ্যমিক পাসে আবেদন করা গেলেও যারা আরও উচ্চশিক্ষার অধিকারী তারাও এখানে সমান ভাবে আবেদনের যোগ্য।

বয়স সীমা(Age Limit) : আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী ১৮-৩৩ বছরের মধ্যে।

বেতন (Salary):- প্রতি মাসে ১৪,৫০০-২০,৭০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি(How to Apply):-

অনলাইনের মাধ্যমে আবেদন জমা করার জন্য যা যা করতে হবে সেগুলি হল-

  • অফিসিয়াল ওয়েবসাইট এ ক্লিক করে অথবা আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে browser open করে search bar এ বন্ধন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট লিখে search করতে হবে।
  • এরপর National Career Service বলে লেখা একটি window open হবে সেখানে Apply now বলে যে option থাকবে সেখান ক্লিক করতে হবে।
  • এরপর আপনার নিজের যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন হয়ে গেলে একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার লিখে এবং আপনি যে পদের জন্য আবেদন করতে চান সেই পদের নামের মাথায় টিক চিহ্ন দিয়ে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
  • এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো, আগে থেকে একটি সাদা কাগজে করে রাখা আপনার নিজের একটি সিগনেচার, আপনার যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব ডকুমেন্টস যেমন আধার কার্ড, ভোটার কার্ড,ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদির ফটো তুলে স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে।

অফলাইন মাধ্যমে আবেদন জমা করার জন্য যা যা করতে হবে সেগুলি হল-

বন্ধন ব্যাংকের অফিসে গিয়ে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। চাকরিপ্রার্থীরা তাদের বায়োডাটা ও সঙ্গে সমস্ত ধরনের ডকুমেন্টসের জেরক্স নিয়ে একটি খামে ভরে সেটির নিকটবর্তী কোন বন্ধন ব্যাংকের ব্যাংকিং ইউনিটে গিয়ে জমা দিতে পারেন অথবা বন্ধন ব্যাংকের ডিভিশন অফিসে গিয়ে নিজের বায়োডাটা জমা দিতে পারেন। বন্ধন ব্যাংক এর ডিভিশন অফিসে গিয়ে বায়োডাটা জমা দিলে যখন প্রয়োজন হবে তখন সরাসরি আপনাকে ফোন করে ডেকে ইন্টারভিউ নিয়ে ট্রেনিং করিয়ে আপনাকে সরাসরি চাকরি দেওয়া হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস(Required Documents):-

  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট
  • দেশের স্থায়ী নাগরিকত্বের প্রমান হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।
  • মাধ্যমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যন্ত বা তার চেয়েও বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলে সেই সমস্ত মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
  • ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
  • আবেদনকারীর নিজের এক কপি পাসপোর্ট সাইজের ফটো।

নির্বাচন পদ্ধতি(How to Recruit) :- আপনি যদি অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে চান তাহলে বন্ধন ব্যাঙ্কে চাকরির জন্য আবেদন পত্র জমা জমা নেওয়ার অনলাইন পোর্টাল ইতিমধ্যেই খুলে গেছে এবং এই আবেদন চলবে আগামী ২৭/১২/২০২২ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন : DRDO Recruitment 2022 : DRDO তে মাধ্যমিক পাস এ কর্মী নিয়োগ,বেতন প্রতি মাসে তিরিশ হাজার টাকা।

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles