RRB Recruitment 2023 : ভারতীয় রেলে বিপুল সংখ্যক গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ |

WhatsApp Group Join Now
Google News Follow

RRB Recruitment 2023 : ভারতীয় রেল বিভাগের তরফ থেকে বিপুল সংখ্যক শূন্যপদে গ্ৰুপ ‘ডি’ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের যে কোনো রাজ্যের যে কোনো জায়গা থেকে পুরুষ মহিলা উভয় ন্যুনতম মাধ্যমিক পাস বেকার চাকরিপ্রার্থীরা সকলেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।মাসিক ১৯,০০০/- টাকা স্টাইপেন্ড সহ ১ বছরের অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের মাধ্যমে শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে।

Click here for Official Notification : http://www.rrcjaipur.in/storeWebFiles/423_566625.pdf

শূন্যপদের নাম(Name of the Vacancy): Loco Pilot

Click here for Official Website : https://rrcjaipur.in/

নিয়োগকারী সংস্থা(Recruitment Organization) : North Western Railway Recruitment Cell

শূন্যপদ(Number of Vacancy) : ২৩৮ টি।

প্রশিক্ষনের সময়সিমা(Duration of Training) : ১ বছরের প্রশিক্ষন।

যোগ্যতা(Educational Qualification) : আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদ সম্পর্কিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

বয়সসীমা(Age Limit) : বয়স হতে হবে ১/০৭/২০২৩ অনুযায়ী সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক SC, ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

স্টাইপেন্ড পরিমাণ(Amount of stipend) : Loco Pilot পদে প্রশিক্ষনকারীদের প্রতি মাসে ১৯,০০০ টাকা করে স্টাইপেন্ড  দেওয়া হবে।

আবেদন করার পদ্ধতি(Procedure to Apply) : চাকরিপ্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদ্ধতি অনুসরণ করতে হবে সেগুলি হল-

  • সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.rrcjaipur.in এ প্রবেশ করতে হবে।

Click here for Official Website : www.rrcjaipur.in

  • “GDCE Online/E-Application” এই লিঙ্কে ক্লিক করতে হবে।
  • New Registration লিঙ্কে ক্লিক করে নিজের নাম, ঠিকানা, জন্ম তারিখ, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।
  • এরপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের আকারে একটি নতুন পেজ খুলবে সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে Save and Next button এ ক্লিক করতে হবে।
  • মাধ্যমিক সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।

Click here for Check Application Status : https://rrcjaipur.in/rrc-nwr-application-status

প্রয়োজনীয় নথীপত্র(Required Documents) :অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় নথীপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-

  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
  • আধার কার্ড।
  • উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট।
  • ITI কোর্সের সার্টিফিকেট।
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে।
  • কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে।
  • এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
  • আবেদনকারীর নিজস্ব সিগনেচার।
  • লেফট থাম্ব ইমপ্রেশন।

Click here for All Notification  : https://rrcjaipur.in/rrc-nwr-notifications

প্রার্থী বাছাই পদ্ধতি(Candidate selection process) : আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের একটি কম্পিউটার বেসড বা লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে জয়েনিং লেটার পাঠিয়ে ১ বছরের প্রশিক্ষন প্রদান করে প্রশিক্ষণ শেষে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা(Application deadline) : অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া আগামী ৭/০৪/২০২৩ সকাল ১০ টা থেকে শুরু হবে এবং এই প্রক্রিয়া চলবে টানা এক মাস ধরে অর্থাৎ ৬/০৫/২০২৩ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন : RRB Recruitment 2023 : ভারতীয় রেলে বিপুল সংখ্যক গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ |

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles