Student Credit Card : নভেম্বরের মধ্যে আরও ১৫ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) দেওয়ার লক্ষমাত্রা নিল নবান্ন। এ পর্যন্ত ৩৫ হাজার পড়ুয়াকে এই ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে। তারা উচ্চশিক্ষার জন্য ঋণও পেয়েছে। এবার এই প্রকল্পে সুবিধোভোগী পড়ুয়ার সংখ্যা ৫০ হাজারে নিয়ে যেতে চায় রাজ্য। শুক্রবার প্রথম সারির ব্যাংকগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এই বার্তাই দিলেন রাজ্যের অর্থ সচিব মনোজ পন্থ।
Apply Online for Student Credit Card (New User)
নবান্ন সূত্রে খবর শুক্রবারের এই বৈঠকে একাধিক ইস্যু (Student Credit Card) নিয়ে আলোচনা হয়। তার মধ্যেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রসঙ্গও আলোচনায় ওঠে। ইতিমধ্যেই রাজ্যের ৩৫০০০ পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু এবার সেই লক্ষ্যমাত্রা ৫০ হাজারে নিয়ে পৌঁছে দিতে চায় রাজ্য।
Apply Online for Student Credit Card (Existing User)
ব্যাঙ্কগুলিকে বিশেষ সময়সীমাও দিয়ে দেওয়া হল নবান্নের তরফে। নবান্ন সূত্রে খবর এদিনের বৈঠকের নভেম্বর মাসের মধ্যে আরও ১৫ হাজার ক্রেডিট কার্ড দেওয়ার টার্গেট বেধে দেওয়া হয়েছে। পাশাপাশি এখনও যত স্টুডেন্ট ক্রেডিট কার্ড(Student Credit Card) দেওয়া বাকি রয়েছে বিশেষত পুরনো আবেদনগুলি পড়ে রয়েছে সেগুলিকে দ্রুত দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।
পাশাপাশি কত সংখ্যক আবেদনপত্র পড়ে রয়েছে কেন আবেদন পত্রগুলি মঞ্জুর করা হচ্ছে না তা নিয়ে ব্যাঙ্কগুলিকে তাদের অভ্যন্তরীণ কমিটি তৈরি করারও পরামর্শ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। সেই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা ও জারি করা হয়েছে বলেই সূত্রের খবর।
ইতিমধ্যেই হাইকোর্ট ও একটি অর্ডার দিয়েছে। সেই অর্ডারের প্রেক্ষিতে এই নির্দেশিকা নবান্নের তরফে জারি করা হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়াদের ঋণ দেওয়ার পরিমাণ যাতে বাড়ে তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নির্দেশ দিয়েছেন নবান্ন শীর্ষ পর্যায়ের আধিকারিকদের।
চলতি মাস থেকেই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে নয়া শিক্ষাবর্ষের ক্লাস শুরু হচ্ছে। শুধু তাই নয়, শিক্ষাবর্ষের শুরু থেকেই যাতে নতুন আবেদনকারীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন পান তারও ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে এদিনের বৈঠকে,এমনটাই খবর নবান্ন সূত্রে।
বিশ্ব বাংলা মেলা (Bishwa Bangla Fair) প্রাঙ্গনে শিক্ষক দিবস উপলক্ষে যে সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্টুডেন্ট কার্ডের উপযোগিতার কথা তুলে ধরেন। জানান, এই কার্ড থাকলে ১০ লক্ষ টাকা পর্যন্ত উচ্চশিক্ষার জন্য ঋণ পায় পড়ুয়ারা। পড়ুয়া চাইলে ২ লক্ষ টাকা ঋণ নিতে পারে, আবার ১০ লক্ষও ঋণ নিতে পারে। উল্লেখ্য, পড়ুয়ারাদের উচ্চশিক্ষার স্বার্থে রাজ্য সরকার একাধিক স্কলারশিপের ব্যাবস্থা করেছে। তপশিলী জাতি উপজাতি থেকে জেনারেল ক্যাটাগরি পড়ুয়া, সবার জন্যই আর্থিক বৃত্তির ব্যাবস্থা করেছেন মুখ্যমন্ত্রী । আগে উচ্চশিক্ষার জন্যই ঋণ পেতে কালঘাম ছুটত পড়ুয়াএবং তাঁদের অভিভাবকদের। সেই সমস্যা দূর করতেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রকল্প হাতে নেন মুখ্যমন্ত্রী ।
আরও পড়ুন : WB Govt Jobs 2022 | পশ্চিমবঙ্গে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ, বেতন 25,000 টাকা |