Swami Vivekananda Scholarship : এই Scholarship এর অধীনে কোন কোর্সে কতো টাকা পাবেন দেখে নিন?

WhatsApp Group Join Now
Google News Follow

Swami Vivekananda Scholarship:

  • মেধাবী পড়ুয়াদের জন্য রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা প্রত্যেক বছর নানা ধরনের স্কলারশিপের ব্যবস্থা করে। এর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি স্কলারশিপ হলো- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ । এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কিন্তু এই স্কলারশিপের মাধ্যমে কত টাকা বৃত্তি প্রদান করা হবে তা নিয়ে পড়ুয়াদের মধ্যে কৌতূহলের অন্ত নেই।

User Manual for Online Application Process in Swami Vivekananda Merit cum Means Scholarship : https://svmcm.wbhed.gov.in/readwrite/SVMCM_MANUAL.pdf

  • উচ্চমাধ্যমিক পাশকরে যারা কলেজে আর্টস বিভাগে পড়াশোনা করছেন সেই সমস্ত পড়ুয়াদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship)-এর অধীনে প্রত্যেক বছর ১২,০০০/- টাকা বৃত্তি প্রদান করা হবে। কিন্তু সেই সমস্ত ছাত্রছাত্রীদের উচ্চমাধ্যমিকে ৬০% নম্বর সহ উত্তীর্ণ হতে হবে।
  • উচ্চমাধ্যমিকে ৬০% নম্বরসহ উত্তীর্ণহয়ে কলেজের কমার্স বিভাগে পড়াশোনা করছেন যে সমস্ত পড়ুয়ারা, এই স্কলারশিপের অধীনে তাদেরকেও ১২,০০০/- টাকা বৃত্তি প্রদান করা হবে।
  • উচ্চমাধ্যমিকে ৬০% নম্বরসহ উত্তীর্ণ হয়েছেন যে সমস্ত পড়ুয়ারা এবং বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের আয়তাধীন কলেজে সায়েন্স বিভাগে পাঠরত পড়ুয়ারা এই স্কলারশিপের অধীনে তাদের প্রত্যেক বছর ১৮,০০০/- টাকা বৃত্তি প্রদান করা হবে।
  • স্নাতক স্তরেনানা ধরনের প্রফেশনাল কোর্সে পাঠরত এই স্কলারশিপের অধীনে তাদের প্রত্যেক বছর ১৮,০০০/- টাকা বৃত্তি দেওয়া হবে। কিন্তু সেই পড়ুয়াদের উচ্চমাধ্যমিকে ৬০% নম্বর সহ উত্তীর্ণ হতে হবে এবং যে কোর্সে তিনি বর্তমানে পড়াশোনা করছেন সেটিকেও ইউজিসি অ্যাপ্রুভড হতে হবে।

Click here for Online Registration : https://svmcm.wbhed.gov.in/page/register.php

  • স্নাতক স্তরে ৫৩% নম্বর সহ উত্তীর্ণ হয়েস্নাতকোত্তর স্তরে আর্টস বিভাগে পাঠরত সমস্ত পড়ুয়ারা এই স্কলারশিপের অধীনে তাদের প্রত্যেক বছর ২৪ হাজার টাকা দেওয়া হবে।
  • স্নাতক স্তরে ৫৩% নম্বরসহ উত্তীর্ণ হয়েকমার্স বিভাগে পাঠরত এই স্কলারশিপের অধীনে তাদের প্রত্যেক বছর ২৪ হাজার টাকা দেওয়া হবে।
  • স্নাতক স্তরে ৫৩% নম্বর নিয়ে উত্তীর্ণহয়ে পশ্চিমবঙ্গ সরকারের আয়তাধীন ইউনিভার্সিটিতে সায়েন্স বিভাগে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন এই স্কলারশিপের অধীনে তাদের ৩০,০০০/- টাকা বৃত্তি দেওয়া হবে।
  • ৫৩% নম্বরসহ উত্তীর্ণহয়ে ইউজিসি অ্যাপ্রুভড যেকোনো প্রফেশনাল কোর্সে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন এই স্কলারশিপের অধীনে তাদেরকে ৩০ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে।

Click here for Grievance Redressal : https://svmcm.wbhed.gov.in/page/grievance.php

  • NON NET M.PHILঅথবাNON NET PH.D. কোর্সে পড়াশোনা করছেন তাদের এই কোর্স থেকে ৬০,০০০/- টাকা থেকে ৯৬ হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে। তবে এইক্ষেত্রে পড়ুয়ারা কতো টাকা বৃত্তি পাবেন সেটা তাদের কোর্সে ওপর নির্ভর করছে
  • মাধ্যমিকে ৬০% নম্বরসহ উত্তীর্ণহয়ে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন এই স্কলারশিপের অধীনে তাদের প্রত্যেক বছর ১২,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে
  • উচ্চমাধ্যমিকঅথবা স্নাতক স্তরে ৬০% নম্বরসহ উত্তীর্ণ হয়ে যে সমস্ত পড়ুয়ারা ডি.এল.এড কোর্সে ভর্তি হয়েছেন তাদের ১২,০০০/- টাকা করে বৃত্তি দেওয়া হবে।
  • স্নাতক স্তরেঅথবা স্নাতকোত্তর স্তরে ইঞ্জিনিয়ারিংসহ AICTE অ্যাপ্রুভড বিভিন্ন ধরনের প্রফেশনাল স্তরে যারা পড়াশোনা করছেন তাদের এই স্কলারশিপের অধীনে প্রত্যেক বছর ৬০,০০০/- টাকা বৃত্তি দেওয়া হবে।
  • পলিটেকনিক সহ অন্যান্য ডিপ্লোমা কোর্সে পড়াশোনা করছেন তাদের এই স্কলারশিপের অধীনে প্রত্যেক বছর ১৮,০০০/- টাকা বৃত্তি দেওয়া হবে।
  • স্নাতক স্তরে মেডিক্যালএবং অন্যান্য ডিপ্লোমা কোর্সে পড়াশোনা করছেন এই স্কলারশিপের অধীনে তাদের প্রত্যেক বছর যথাক্রমে ৬০,০০০/- টাকা এবং ১৮,০০০/- টাকা বৃত্তি দেওয়া হবে।

আরও পড়ুন : Swami Vivekananda Scholarship : স্বামী বিবকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে,প্রতিমাসে ৫০০০/- হাজার টাকা।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles