TATA Steel Scholarship 2024 : মেধাবী ও নিম্ন আয় সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য প্রত্যেক বছর স্কলারশিপে ব্যবস্থা করে থাকে বিভিন্ন সরকারি, বেসরকারী সংস্থা ও NGO , বার্ষিক বৃত্তির ব্যবস্থা করা হয়। টাটা স্টিল এন্ড কোম্পানির তরফ থেকে ছাত্রছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে নয়া স্কলারশিপের স্কিম আনা হয়েছে ।
অনলাইনে আবেদন করতে পারবেন এই স্কলারশিপ প্রকল্পে, কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে? আজকের এই প্রতিবেদনা দেখে নেওয়া যাক।
স্কলারশিপ সম্পর্কিত কিছু তথ্য।
স্কলারশিপের নাম | TSDPL সিলভার জুবিলি স্কলারশিপ প্রোগ্রাম 2023-24 |
উদ্যোক্তা | টাটা স্টিল এন্ড কোম্পানি |
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা |
|
বৃত্তির পরিমাণ | ১ লক্ষ টাকা বার্ষিক |
আবেদনের শেষ তারিখ | ২৪ শে জানুয়ারি, ২০২৪ |
এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন ।
- আবেদনকারীকে নিম্নলিখিত রাজ্যের বাসিন্দা হতে হবে – জামশেদপুর, কলিঙ্গানগর, পান্তনগর, ফরিদাবাদ, পুনে, চেন্নাই, টাডা এবং কোলকাতা, তার মানে পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা যোগ্য।
- সরকার স্বীকৃত প্রতিষ্ঠান গুলি থেকে আইটিআই / ডিপ্লোমা / স্নাতক / স্নাতকোত্তর স্তরে পাঠনরত থাকতে হবে। নিম্নলিখিত বিভাগগুলির থেকে পাঠরত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।
- নার্সিং।
- আন্ডারগ্র্যাজুয়েট মেডিকেল কোর্স যেমন এমবিবিএস, বিডিএস ইত্যাদি।
- স্নাতকোত্তর মেডিকেল কোর্স যে কোন বিশেষীকরণের ক্ষেত্র।
- প্যারা-মেডিকেল কোর্স।
- আইটিআই এবং ডিপ্লোমা বিষয় যেমন ফিটার, ইলেকট্রিক্যাল, ওয়েল্ডার, নিরাপত্তা ইত্যাদি।
3. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে অবশ্যই ৬০% নম্বর পেয়ে রাখতে হবে আবেদনকারীদের।
4. প্রার্থীর বার্ষিক আয় কোনভাবেই ৫ লক্ষের উপরে থাকা বাঞ্ছনীয় নয়।
5. মেয়েদের, শারীরিক প্রতিবন্ধী ছাত্রদের এবং যারা SC/ST সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের সুযোগ দেওয়া হবে।
6. ক্রীড়াকলাপ ও অন্যান্য শিক্ষা বর্হিভূত কার্যের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রয়োজনীয় নথিপত্র আবেদনের জন্য।
- আধার কার্ড/ভোটার আইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্স/প্যান কার্ড।
- চলতি বছরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণ (ভর্তি রসিদ/প্রতিষ্ঠানের পরিচয়পত্র/বোনাফাইড সার্টিফিকেট)।
- সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে পারিবারিক আয়ের শংসাপত্র।
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ আবেদনকারীর।
- পাসপোর্ট ছবি আবেদনকারীর।
- মার্কশিট ও সার্টিফিকেট(দশম ও দ্বাদশ শ্রেণীর )।
আবেদনের পদ্ধতি।
- আবেদনকারীকে রেজিস্টারড আইডি দিয়ে Buddy4study এর অফিসিয়াল সাইটে লগইন করতে হবে।
Click here for Buddy4study Official Website : https://www.buddy4study.com/page/tsdpl-silver-jubilee-scholarship-program?ref=https://www.edutips.in/
Click here for Application of TSDPL Silver Jubilee Scholarship Program 2023-24 : https://www.buddy4study.com/application/TSDPL2/instruction?ref=https:/www.edutips.in/tata-steel-silver-jubilee-scholarship/
- রেজিস্টার করা না থাকলে প্রার্থী ফোন নম্বর ও ইমেল আইডি দিয়ে নাম নথিভুক্ত করুন।
Click here If not Registered : https://www.buddy4study.com/register?url=%2Fpage%2Ftsdpl-silver-jubilee-scholarship-program&&cuid=page/tsdpl-silver-jubilee-scholarship-program
- এরপর TSDPL সিলভার জুবিলি স্কলারশিপ প্রোগ্রাম 2023-24 এর আবেদন পৃষ্ঠায় ক্লিক করুন।
- Start Application এ ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করুন ও প্রয়োজনীয় সকল তথ্য নির্ভুলভাবে পূরন করুন এবং উপরিলিখিত নথিগুলি প্রয়োজনমত স্ক্যান করে আপলোড করুন।
স্কলারশিপ টাকার পরিমাণ ও আবেদনের শেষ তারিখ।
বৃত্তির পরিমান | এই স্কলারশিপে নির্বাচিত প্রার্থীরা বাৎসরিক ১ লক্ষ টাকা পেতে পারেন যা তারা টিউশন ফি, হোস্টেল ফি, মেস চার্জ বা পড়াশুনা সংক্রান্ত অন্য কোনো চার্জের ক্ষেত্রে ব্যয় করতে পারেন। |
আবেদনের শেষ তারিখ | ইচ্ছুক প্রার্থীরা ২৪ শে জানুয়ারি ২০২৪ এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। |
যোগাযোগ | টেলিফোন – 011-430-92248/312 (সোম থেকে শুক্রবার – 10:00AM থেকে 06:00 PM (IST)) ইমেইল – info@buddy4study.com |