TATA Steel Scholarship 2024 : স্কলারশিপ দেবে টাটা গ্রুপ !!! ১ লক্ষ টাকা পাবেন !!! দেখে নিন আবেদন পদ্ধতি !!!

WhatsApp Group Join Now
Google News Follow

TATA Steel Scholarship 2024 : মেধাবী ও নিম্ন আয় সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য প্রত্যেক বছর স্কলারশিপে ব্যবস্থা করে থাকে বিভিন্ন সরকারি, বেসরকারী সংস্থা ও NGO , বার্ষিক বৃত্তির ব‍্যবস্থা করা হয়। টাটা স্টিল এন্ড কোম্পানির তরফ থেকে ছাত্রছাত্রীদের সাহায‍্যের হাত বাড়িয়ে দিতে নয়া স্কলারশিপের স্কিম আনা হয়েছে ।

অনলাইনে আবেদন করতে পারবেন এই স্কলারশিপ প্রকল্পে, কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে? আজকের এই প্রতিবেদনা দেখে নেওয়া যাক।

স্কলারশিপ সম্পর্কিত কিছু তথ্য।

স্কলারশিপের নাম TSDPL সিলভার জুবিলি স্কলারশিপ প্রোগ্রাম 2023-24
উদ‍্যোক্তা টাটা স্টিল এন্ড কোম্পানি
আবেদনকারীর শিক্ষাগত যোগ‍্যতা
  • অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান গুলি থেকে আইটিআই / ডিপ্লোমা / স্নাতক / স্নাতকোত্তর স্তরে পাঠনরত থাকতে হবে।
  • মাধ‍্যমিক ও উচ্চমাধ‍্যমিকে অবশ্যই ৬০% নম্বর পেতে হবে।
বৃত্তির পরিমাণ ১ লক্ষ টাকা বার্ষিক
আবেদনের শেষ তারিখ ২৪ শে জানুয়ারি, ২০২৪

 

এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন ।

  1. আবেদনকারীকে নিম্নলিখিত রাজ‍্যের বাসিন্দা হতে হবে – জামশেদপুর, কলিঙ্গানগর, পান্তনগর, ফরিদাবাদ, পুনে, চেন্নাই, টাডা এবং কোলকাতা, তার মানে পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা যোগ্য।
  2. সরকার স্বীকৃত প্রতিষ্ঠান গুলি থেকে আইটিআই / ডিপ্লোমা / স্নাতক / স্নাতকোত্তর স্তরে পাঠনরত থাকতে হবে। নিম্নলিখিত বিভাগগুলির থেকে পাঠরত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।
  • নার্সিং।
  • আন্ডারগ্র্যাজুয়েট মেডিকেল কোর্স যেমন এমবিবিএস, বিডিএস ইত্যাদি।
  • স্নাতকোত্তর মেডিকেল কোর্স যে কোন বিশেষীকরণের ক্ষেত্র।
  • প্যারা-মেডিকেল কোর্স।
  • আইটিআই এবং ডিপ্লোমা বিষয় যেমন ফিটার, ইলেকট্রিক্যাল, ওয়েল্ডার, নিরাপত্তা ইত্যাদি।

3. মাধ‍্যমিক ও উচ্চমাধ‍্যমিকে অবশ্যই ৬০% নম্বর পেয়ে রাখতে হবে আবেদনকারীদের।

4. প্রার্থীর বার্ষিক আয় কোনভাবেই ৫ লক্ষের উপরে থাকা বাঞ্ছনীয় নয়।

5. মেয়েদের, শারীরিক প্রতিবন্ধী ছাত্রদের এবং যারা SC/ST সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের সুযোগ দেওয়া হবে।

6. ক্রীড়াকলাপ ও অন‍্যান‍্য শিক্ষা বর্হিভূত কার্যের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রয়োজনীয় নথিপত্র আবেদনের জন‍্য।

  • আধার কার্ড/ভোটার আইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্স/প্যান কার্ড।
  •  চলতি বছরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণ (ভর্তি রসিদ/প্রতিষ্ঠানের পরিচয়পত্র/বোনাফাইড সার্টিফিকেট)।
  • সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে পারিবারিক আয়ের শংসাপত্র।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ আবেদনকারীর।
  • পাসপোর্ট ছবি আবেদনকারীর।
  • মার্কশিট ও সার্টিফিকেট(দশম ও দ্বাদশ শ্রেণীর )।

আবেদনের পদ্ধতি।

  • আবেদনকারীকে রেজিস্টারড আইডি দিয়ে Buddy4study এর অফিসিয়াল সাইটে লগইন করতে হবে।

Click here for Buddy4study Official Website : https://www.buddy4study.com/page/tsdpl-silver-jubilee-scholarship-program?ref=https://www.edutips.in/

Click here for Application of TSDPL Silver Jubilee Scholarship Program 2023-24 : https://www.buddy4study.com/application/TSDPL2/instruction?ref=https:/www.edutips.in/tata-steel-silver-jubilee-scholarship/

  • রেজিস্টার করা না থাকলে প্রার্থী ফোন নম্বর ও ইমেল আইডি দিয়ে নাম নথিভুক্ত করুন।

Click here If not Registered : https://www.buddy4study.com/register?url=%2Fpage%2Ftsdpl-silver-jubilee-scholarship-program&&cuid=page/tsdpl-silver-jubilee-scholarship-program

  • এরপর TSDPL সিলভার জুবিলি স্কলারশিপ প্রোগ্রাম 2023-24 এর আবেদন পৃষ্ঠায় ক্লিক করুন।

    Apply for TATA Steel Scholarship 2024
    Apply for TATA Steel Scholarship 2024
  • Start Application এ ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করুন ও প্রয়োজনীয় সকল তথ‍্য নির্ভুলভাবে পূরন করুন এবং উপরিলিখিত নথিগুলি প্রয়োজনমত স্ক‍্যান করে আপলোড করুন।

স্কলারশিপ টাকার পরিমাণ ও আবেদনের শেষ তারিখ।

বৃত্তির পরিমান এই স্কলারশিপে নির্বাচিত প্রার্থীরা বাৎসরিক ১ লক্ষ টাকা পেতে পারেন যা তারা টিউশন ফি, হোস্টেল ফি, মেস চার্জ বা পড়াশুনা সংক্রান্ত অন্য কোনো চার্জের ক্ষেত্রে ব‍্যয় করতে পারেন।
আবেদনের শেষ তারিখ ইচ্ছুক প্রার্থীরা ২৪ শে জানুয়ারি ২০২৪ এর মধ‍্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
যোগাযোগ টেলিফোন – 011-430-92248/312
(সোম থেকে শুক্রবার – 10:00AM থেকে 06:00 PM (IST))
ইমেইল – info@buddy4study.com

 

আরও পড়ুন : Swarnima Scheme : “স্বর্ণিমা প্রকল্প” !!! কেন্দ্র সরকারের !!! কাদের জন্য !!! কি সুবিধা পাবেন ? আবেদন করুন জেনে !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles