Swarnima Scheme : “স্বর্ণিমা প্রকল্প” !!! কেন্দ্র সরকারের !!! কাদের জন্য !!! কি সুবিধা পাবেন ? আবেদন করুন জেনে !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Swarnima Scheme : কেন্দ্রীয় সরকার মহিলা সম্প্রদায়কে স্বনির্ভর করতে নতুন প্রকল্প চালু করল। প্রকল্পটির নাম ‘নতুন স্বর্ণিমা ঋণ’।অনগ্রসর ও পিছিয়ে পড়া মহিলা শ্রেণীকে সাহায‍্যের হাত বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর এই উদ‍্যোগ।

ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ‍্যোগে এই Swarnima Scheme কেবল অনগ্রসর শ্রেণীর মহিলাদের সাহায‍্যের হাত বাড়িয়ে দিতে উদ‍্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য মহিলাদের স্বাবলম্বী করে তোলা।

প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ : 

প্রকল্পের নাম কেন্দ্র সরকারের “স্বর্ণিমা প্রকল্প”
কারা আবেদন করতে পারবেন রাজ‍্যজুড়ে সকল তফসিলী (SC/ST) ও অনগ্রসর শ্রেণীর (OBC) মহিলারা আবেদন করতে পারবেন
অন্যান্য যোগ্যতা বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে এবং পরিবারের বার্ষিক ইনকাম তিন লাখ টাকার কম হতে হবে।

 

কি কি সুবিধা পাবেন এই প্রকল্পে।

ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের নানা প্রকল্পের মাধ‍্যমে পিছিয়ে পড়া তফসিলী (SC/ST) ও অনগ্রসর শ্রেণীর (OBC) মহিলাদের ঋণ দিয়ে স্বাবলম্বী করার উদ‍্যোগ নিয়েছে।

মহিলারা মূলত এই Swarnima Scheme এর অধীনে থেকে নিজেদের চলমান ব‍্যবসায় নতুন মুখ দেখাতে পারবেন, তেমন নতুন কোন ব‍্যবসা স্বউদ‍্যোগেও শুরু করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া

যোগ্য আবেদনকারীকে নিকটস্থ SCA অফিসে যেতে হবে, মহিলাদের জন্য স্বর্ণিমা স্কিমের জন্য নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে।

আপনি এই লিঙ্কে আপনার নিকটতম SCA অফিস খুঁজে পেতে পারেন – https://nsfdc.nic.in/channel-patrners/scas

SCA অফিসে আপনার আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন। আবেদন পর্যালোচনা করার পর, ঋণ SCA দ্বারা মঞ্জুর করা হবে।

আরও পড়ুন : Amar Karma Disha : রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘আমার দিশা’ !!! কী ভাবে আবেদন ‘আমার কর্মদিশা’ প্রকল্পে ? অনলাইনে আবেদন !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles