Vidyasaarathi Scholarship 2023 : বিদ্যাসারথি স্কলারশিপ !!! ছাত্রছাত্রীরা পাবে ৪০০০০ টাকা, অনলাইনে আবেদন!!!

WhatsApp Group Join Now
Google News Follow

Vidyasaarathi Scholarship 2023 : বিদ্যাসারথি স্কলারশিপহল ভারতবর্ষের একটি জনপ্রিয় স্কলারশিপ, যার মাধ্যমে ভারতবর্ষের অন্যান্য বেসরকারি স্কলারশিপের তুলনায় তুলনামূলকভাবে বেশি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করে থাকে। এই স্কলারশিপটি সকল কোর্সে পাটরত পড়ুয়াদের দেওয়া হয়।

বিদ্যাসারথি বৃত্তি কি?

বিদ্যাসারথি বৃত্তি সেই সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য দেওয়া হয়, যাদের বার্ষিক পারিবারিক আয় ৫ লক্ষ টাকার কম। প্রতিবছর এই বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সর্বোচ্চ ৪০,০০০ টাকা অব্দি বৃত্তি প্রদান করা হয়ে থাকে।

বিদ্যাসারথি স্কলারশিপের প্রয়োজনীয় যোগ্যতা।

  • আবেদনকারী মাসিক পারিবারিক আয় ৩০ হাজার টাকার বেশি নয়।
  • আবেদনকারীকে তাদের ক্লাস পরীক্ষায় কমপক্ষে ৫০% নাম্বার পেতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র :  বিদ্যাসারথি বৃত্তির জন্য আবেদনকারীর যে সকল নথির প্রয়োজন

  1. আধার কার্ড/ভোটার আইডি কার্ড।
  2. ঠিকানা প্রমাণ / আবাসিক সংসাপত্র।
  3. স্টুডেন্ট ব্যাংক পাসবুক।
  4. একটি নিশ্চিতকরণ চিঠি।
  5. শেষ পরীক্ষার মার্কশীট।
  6. কলেজ ফি রশিদ/ টাকা জমা দেওয়ার প্রমাণ।

বিদ্যাসারথি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া : বিদ্যাসারথি স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে আপনারা সম্পূর্ণভাবে নিজেদের মোবাইল থেকেই পোর্টালের মাধ্যমে Registration সহ দরখাস্ত জমা করতে পারবেন।

  • প্রথমে বিদ্যাসারথি স্কলারশিপ স্কিমের ওয়েবসাইট যেতে হবে।

Click here for Official Website : https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/

  • তারপর হোম পেজে “Apply for The Scholarship” ক্লিক করতে হবে।

Click here for 1st time Registration : https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/registration

Click here If Already Registered : https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/login

  • এবার আপনার ব্যক্তিগত তথ্য লিখতে হবে এর সাথে ক্যাপচা কোড লিখুন।
  • এপ্লিকেশন সাবমিটে ক্লিক করুন।

কোর্স অনুযায়ী বৃত্তির পরিমাণ : এই স্কলারশিপে বৃত্তি ছাত্র-ছাত্রীদের কোর্স অনুযায়ী দেওয়া হয়ে থাকে।

কোর্স স্কলারশিপের পরিমাণ
একাদশ ও দ্বাদশ শ্রেণী প্রতিবছর ১০ হাজার টাকা
B.E/ B.Tech ইঞ্জিনিয়ারিং পড়ুয়া প্রতিবছর ৪০ হাজার টাকা
Diploma/ITI ছাত্রছাত্রী বছরে ১০ হাজার টাকা
স্নাতক স্তরের পড়ুয়া (UG BA, BSc) প্রতি বছর ৩০,০০০ টাকার

Contact Us : 

Address (Head Office) – Times Tower, 1st Floor, Kamala Mills Compound, Lower Parel, Mumbai – 400 013.
Tel – (022) 4090 4484
Fax – (022) 2491 5217
e-mail ID: vidysaarathi@nsdl.co.in (Working Hours- Monday to Friday – 9:30 am to 6 pm)

Kolkata Branches : 

Address(Branch Office): 5th Floor, The Millenium, Flat No. 5W, 235/2A, Acharya Jagdish Chandra Bose Road, Kolkata – 700 020.
Tel : (033) 2281 4661 / 2290 1396
Fax : (033) 2289 1945
(Working Hours- Monday to Friday – 9:30 am to 6 pm)

আরও পড়ুন : Swami Vivekananda Scholarship : স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন শুরু হল, প্রতিমাসে পেতে পারেন ৫ হাজার টাকা!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles