WBPDCL Recruitment : পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন বা West Bengal Power Development Corporation (WBPDCL)-এ নিয়োগ চলছে।
রইল নিয়োগ সম্পর্কিত বিস্তারিত…………………….
Click here for Official Notification : https://www.wbpdcl.co.in/uploads/employment-notification/WBPDCL_Recruitment_2023_02.pdf
পদের নাম(Name of the Post) : মাইনস ম্যানেজার এবং সেফটি অফিসার পদে চলছে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : – স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর ডিপ্লোমা বা MBA থাকতে হবে।
শূন্যপদ (Number of Vacancy) : – ৪৫ টি ।
বয়স(Age Limit) : – বয়স হতে হবে ৫৫ এর মধ্যে।
বেতন(Salary) : –
- মাইনস ম্যানেজার পদে বেতন মাসে ৮২ হাজার টাকা।
- Safety Officer, Assistant Mines Manager, Blasting Officer ও Welfare Officer পদে মাসিক বেতন ৬৩ হাজার টাকা।
আবেদন মূল্য(Application Fees) : – আবেদনের জন্য কোনও টাকা লাগবে না৷
পদ্ধতি(Application Procedure) : – ওয়াকইন ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে৷ আগামী ১৩ এবং ১৪ মার্চ ইন্টারভিউয়ের দিন ঠিক করা হয়েছে৷
আরও পড়ুন : SSC Recruitment 2023 : SSC -তে ৫৩৬৯ টি শূন্যপদে নতুন নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন !