WBPDCL Recruitment 2023 : রাজ্যে বিদ্যুৎ দপ্তরে চাকরি প্রশিক্ষণের মাধ্যমে ! বিস্তারিত জানুন !

Join Our WhatsApp Group For New Update

WBPDCL Recruitment 2023 : ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL) হল রাজ্য সরকারের অধীনস্থ একটি প্রধান পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। অ্যাপ্রেন্টিস পদে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর তরফে।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1nMv6jl4lJF5ragTUAbZKSw38COj4R6Ea/view?usp=sharing

নোটিশ নং – WBPDCL/Apprentice/2023/01

  1. পদের নাম – টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস / Technician Apprentice.
  • শূন্যপদ – বিভিন্ন ট্রেডে বিভিন্ন সংখ্যক শূন্যপদ রয়েছে, Mechanical – 12 টি, Electrical – 10 টি, Instrumentation / Electronics – 5 টি, Mining – 3 টি শূন্যপদ রয়েছে। সর্বমোট শূন্যপদ রয়েছে 30 টি।
  • যোগ্যতা – প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয় নিয়ে B.Teh পাশ করে থাকতে হবে।
  • বয়সসীমা- সর্বোচ্চ 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

2. পদের নাম- ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস / Diploma Apprentice

  • শূন্যপদ –  বিভিন্ন ট্রেডে বিভিন্ন সংখ্যক শূন্যপদ রয়েছে,
    Mechanical – 13 টি, Electrical – 10 টি, Instrumentation / Electronics – 6 টি শূন্যপদ রয়েছে। সর্বমোট শূন্যপদ রয়েছে 30 টি।
  • যোগ্যতা- প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয় নিয়ে ITI বা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
  • বয়সসীমা-  সর্বোচ্চ 24 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
  • বেতনক্রম- প্রার্থীদের মাসিক টাকা 8,000 টাকা বৃত্তি বাবদ দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি :  ITI তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে এখানে। এর পরে নেওয়া হবে এক দফা ইন্টখরভিউ।

নিয়োগের সময়নসীমা : এক বছরের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি :  অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের।

  • এর জন্য www.mhrdnats.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করবেন।
  • এ্রর পরে প্রার্থীরা www.wbpdcl.co.in এর ‘Careers Section’ এ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে।
  •  আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।
  •  প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে ফর্মটি সাবমিট করে দিতে হবে।

আরও পড়ুন : Eastern Railway Recruitment 2023 : ইস্টার্ন রেলওয়ে GDCE 01/2023 বিজ্ঞপ্তি (OUT) 742 ALP, JE, টেক এবং বিভিন্ন পদের জন্য অনলাইনে আবেদন করুন!

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles