West Bengal Petrol & Diesel New Price: বাংলাতে সমস্ত জিনিসই অগ্নিমূল্য গিয়ে ওঠার পাশপাশি দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। পাঁচ জেলাতে একবারে অনেকটাই বেড়েছে এই দাম। ৪ জেলায় দাম অপরিবর্তিত থাকলেও ১৪ টি জেলাকে খানিক স্বস্তি দিয়ে সামান্য দাম কমেছে। জ্বালানির দাম অস্বাভাবিক রকমের বেড়েছে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং জলপাইগুড়িতে। মুর্শিদাবাদে সর্বোচ্চ ৫৪ পয়সা দাম বেড়েছে পেট্রলের ।
City Wise Petrol & Diesel Price Today (30-08-2022)
City | Petrol Price(₹/L) | Diesel Price(₹/L) |
কোলকাতা | 106.03 | 92.76 |
গুয়াহাটি | 97.08 | 85.00 |
পাটনা | 107.24 | 94.04 |
বেঙ্গালুরু | 101.94 | 87.89 |
মুম্বই | 106.31 | 94.27 |
দিল্লী | 96.72 | 89.62 |
রাঁচি | 100.18 | 94.99 |
মাইসুরু | 101.50 | 87.49 |
নাগপুর | 106.04 | 92.59 |
নাসিক | 106.76 | 93.26 |
নয়ডা | 96.64 | 89.82 |
“এখানে উল্লেখিত পেট্রল এবং ডিজেলের দাম প্রতিদিন পরিবর্তিত হতে পারে। এই দামগুলি থার্ড পার্টি থেকে নেওয়া হয়েছে, তাই প্রযুক্তিগত ত্রুটির সম্ভবনা রয়েছে। কোনও শহরের ক্ষেত্রে দামের তারতম্য হলে, তার জন্য Newssearch24 দায়ী নয়”
Click Here For Price of Petrol & Diesel on 30-08-2022
কোচবিহারে সর্বনিম্ন ৬০ পয়সা দাম কমেছে পেট্রলের(West Bengal Petrol & Diesel New Price) । ১৪ টি জেলা সামান্য স্বস্তি পেয়েছে। জেলাগুলো হলো আলিপুরদুয়ার, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, হুগলি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া।
আরও পড়ুন : Petrol Price: সারা দেশে কি আবারো সস্তা হল পেট্রোল-ডিজেলের দাম ?