5G Service How To Activate West Bengal Kolkata : খুব সহজেই আপনার ফোনে 5G চালু হবে !

WhatsApp Group Join Now
Google News Follow

5G Service How To Activate West Bengal Kolkata : 1st অক্টোবর থেকে ভারতে 5G পরিষেবা শুরু হয়েছে। বারাণসী, দিল্লি-সহ 4 টি শহরে পরিষেবা চালু করেছে এয়ারটেল। অনেকে তাঁদের ফোনে 5G সিগন্যাল পেতে শুরু করেছেন।

More Details of AIRTEL 5G Services : https://www.airtel.in/5g-network/

আপনার স্মার্টফোনেও কি 5G সিগন্যাল দেখতে পাচ্ছেন?

আপনি যদি এয়ারটেল ব্যবহারকারী হন এবং 5G পরিষেবা মিলছে এমন শহরে বসবাস করছেন, তাহলে 5G পাওয়ার কথা আপনারও। সেক্ষেত্রে VoLTE বা 4G-এর পরিবর্তে, আপনার ফোনে 5G লেখা দেখাবে।

এয়ারটেল 5G পরিষেবা চালু করেছে এই শহরগুলিতে।

এয়ারটেল (Airtel) ইতিমধ্যেই দিল্লি, বারাণসী, মুম্বই, বেঙ্গালুরু, শিলিগুড়ি, হায়দরাবাদ, কলকাতা এবং চেন্নাইতে 5G পরিষেবা শুরু করেছে। 5G লেখা ফোনের কোথায় ও কীভাবে দেখতে পাবেন তার ছবি নিচে দেওয়া হল। যদি আপনার ফোনে এখনও 5G না এসে থাকে তাহলে সেটিংস পরিবর্তন করে 5G নেটওয়ার্কে আপগ্রেড করতে পারেন।

কীভাবে চেক করবেন 5G পরিষেবা পাচ্ছেন কি না ?

দিল্লি, বারাণসী, মুম্বই, বেঙ্গালুরু, শিলিগুড়ি, হায়দরাবাদ, কলকাতা এবং চেন্নাইতে থাকলে আপনি আপনার স্মার্টফোনে 5G নেটওয়ার্ক পাবেন।আর যদি সিগন্যাল না পান, তাহলে ফোনের সেটিংস চেক করা উচিত।

সেজন্য আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

ধাপ গুলি হলো :

  • প্রথমেই Connection অপশনে ক্লিক করতে হবে।
  • কোনও কোনও ফোনে এই বিকল্পটি সিম কার্ড এবং মোবাইল নেটওয়ার্কের নামেও আসে ৷
  • এবার আপনাকে সেই সিম কার্ডটি বেছে নিতে হবে যার উপর আপনি 5G নেটওয়ার্ক চান।
  • এখানে আপনি Preferred Network Type বা Network Mode এর অপশন পাবেন।
  • আপনি যদি আপনার স্মার্টফোনে 5G নেটওয়ার্ক চান, তাহলে আপনাকে এখানে 5G অপশনে ক্লিক করতে হবে।তাহলে আপনি কি 5G পরিষেবা পেতে শুরু করবেন।

Click Here for Details How to Set Up 5G Network in Your Phone : https://www.youtube.com/watch?v=YRPRdixg1uE

5G পরিষেবা পাওয়ার জন্য আপনার শহরে এই পরিষেবা চালু থাকতে হবে। 5G চালু হয়ে গেলে আগের থেকে অনেক বেশি স্পিড পাবেন।

কিছু ব্যবহারকারী 5G এই লেখাটি দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ সামনে আসছে। আপনিও যদি এমন সমস্যা দেখেন তাহলে ফোনের সর্বশেষ আপডেটটি একবার ডাউনলোড করে নিন।

Jio 5G Launch : ভারতে লঞ্চ হচ্ছে Jio 5G, কত রিচার্জ করতে হবে, কারা পাবেন ফ্রিতে সুবিধা ?

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles