Air India Recruitment 2023 : এয়ার ইন্ডিয়া ভারতের প্রসিদ্ধ বিমান পরিবহন সংস্থা। রাজ্যে এয়ার ইন্ডিয়াতে কেবিন ক্রু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। ভারতীয় যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ বিস্তারিত তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন।
Click here for Official Notification : https://careers.airindia.com/job/Kolkata-Cabin-Crew-%28Female%29-Walk-ins-Kolkata-18th-August%2C-2023-East/17443244/
পদের নাম(Name of the Post) – Cabin Crew (Female)
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) – স্বীকৃত বোর্ডের যেকোনো বিদ্যালয় থেকে ৫০% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা(Age Limit) – আবেদনকারীদের বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি(Application Procedure) – প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীদের বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
Click here If Already Registered for Online Application : https://career44.sapsf.com/career?career_company=airindiali&lang=en_US&company=airindiali&site=&loginFlowRequired=true&_s.crb=GO%2b6cJwwXsSuC5PMLe7C7VBTR9EmnZ%2fNUnsDveG4NYY%3d
ইন্টারভিউর তারিখ(Date of Interview) – ১৮ আগস্ট, ২০২৩।
ইন্টারভিউর স্থান(Place of Interview) – Holiday Inn, Biswa Bangla Sarani, Near City Centre 2, Dash Drone, Newtown, Kolkata – 700136.
আরও পড়ুন : Air India Services Recruitment : ৩২৫টি শূন্যপদে চাকরি, মাসিক বেতন 25 হাজার টাকা।