Amazon Scholarship 2022 : Amazon স্কলারশিপে আবেদন করে বার্ষিক 40,000/- টাকা করে স্কলারশিপ পেয়ে যান।

WhatsApp Group Join Now
Google News Follow

Amazon Scholarship 2022 : মহিলা শিক্ষার্থীরা যারা উচ্চমাধ্যমিক পাস করার পর কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে চায় তারা যাতে তাদের স্বপ্ন পূরণ করতে পারে অর্থের অভাবে যাতে তাদের স্বপ্ন কোনো ভাবে ভেঙে না যায় তাই বিশ্বের বিখ্যাত ই-কমার্স কোম্পানি Amazon ভারতে বসবাসকারী প্রতিটি অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের মহিলা শিক্ষার্থীকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করার পর ১ লক্ষ ৬০ হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

Amazon কোম্পানি কর্তৃক চালু করা এই নতুন স্কলারশিপের নাম হল Amazon Scholarship। যা আসলে Amazon Future Engineer Scholarship নামে পরিচিত। এই স্কলারশিপের মাধ্যমে প্রত্যেক দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী পরিবারের মহিলা শিক্ষার্থীকে বছরে ৪০,০০০/- টাকা করে ৪ বছরে মোট ১,৬০,০০০/- টাকা দেওয়া হবে।

সমস্ত পড়ুয়ারাও যাতে ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে তাই প্রত্যেক বছর বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা নানা ধরনের স্কলারশিপের ব্যবস্থা করে থাকে। এবার একটি বেসরকারি সংস্থা এই সমস্ত পড়ুয়াদের জন্য একটি স্কলারশিপের (Amazon Scholarship 2022) ব্যবস্থা করেছে। তাহলে চলুন এই স্কলারশিপ সম্বন্ধে বিষদে জেনে নেওয়া যাক।

স্কলারশিপের বিবরণ(Scholarship Description) :- এই স্কলারশিপের (Amazon Scholarship 2022) মাধ্যমে তারা আর্থিক সহায়তা পাওয়ার পাশাপাশি প্রযুক্তিগত ক্ষেত্রে বিশেষ ক্যারিয়ার পাবেন। এই বিষয়ে দক্ষতাও তৈরি হবে তাদের। এমনকি তারা নেটওয়ার্কিং-এর সুযোগ এবং অ্যামাজন ইন্টার্নশিপের জন্য মেন্টরশিপও পাবেন। এতে তাদের ভবিষ্যৎ আরও উন্নত হয়ে উঠবে।

এই স্কলারশিপ (Amazon Scholarship 2022) তরুণদের কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তির ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে বিশেষ অনুপ্রেরণা দেয়।  ভারতে যে সমস্ত মেয়ে পড়ুয়ারা প্রযুক্তি বিশেষজ্ঞ হতে ইচ্ছুক তাদের জন্য সামগ্রিক শিক্ষার সুযোগ অর্থাৎ Women Empowerment করে দেওয়াই এর মূল লক্ষ্য।

স্কলারশিপের নাম(Name of the Scholarship) :- অ্যামাজনের উদ্যোগে পড়ুয়াদের যে স্কলারশিপ দেওয়া হবে তা হলো- Amazon Scholarship। এই স্কলারশিপটি Amazon Future Engineer Scholarship নামেও পরিচিত।

বৃত্তির পরিমাণ(Scholarship Amount ) :- এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়াদের ১,৬০,০০০/- টাকা বৃত্তি প্রদান করা হবে। এই টাকা পড়ুয়াদের দেওয়া হবে মোট ৪ বছরে। অর্থাৎ স্নাতক চলাকালীন প্রত্যেক বছর পড়ুয়ারা প্রত্যেক বছর ৪০,০০০ টাকা করে স্কলারশিপ পাবে। এই টাকা তারা অন্তিম বর্ষ পর্যন্ত পাবে। ফলে তাদের পড়াশোনার যাবতীয় খরচের জন্য চিন্তা করতে হবে না।

কতজন বৃত্তি পাবেন(How Many Students Will Get Amazon Scholarship):- ৫০০ জন যোগ্য পড়ুয়াকে বাছাই করে এই বৃত্তি দেওয়া হবে। এছাড়াও “আগে এলে আগে পাবে”-এই ভিত্তিতেও বৃত্তি দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া(How to apply) :-

  • আবেদন করতে হবেঅনলাইন মাধ্যমে।

Click here for apply Online : https://www.buddy4study.com/page/amazon-future-engineer-scholarship

  • এপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে।
  • আপনার নিবন্ধিত আইডি দিয়ে Buddy4Study-এ লগইন করতে হবে এবং আবেদন ফর্ম পৃষ্ঠা’-এ যেতে হবে।
  • যদি নিবন্ধিত না থাকে তাহলে আপনাকে আপনার ইমেল/ মোবাইল/ জিমেইল অ্যাকাউন্ট দিয়ে Buddy4Study-এ নিবন্ধন করতে হবে।
  • তারপর আপনাকে ‘আমাজন ফিউচার ইঞ্জিনিয়ার স্কলারশিপ’পেজে পুনঃনির্দেশিত করা হবে।
  • এরপর আপনাকে এখনই আবেদন করুন’অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর আপনাকে আবেদনপত্রে প্রয়োজনীয় বিবরণপূরণ করতে হবে।
  • এরপর আপনার নথিপত্র আপলোডকরতে হবে।
  • সবশেষে আপনাকে আবেদনপত্রটি জমাদিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র(Required Documents):-

  • ১০ ক্লাস এবং ১২ ক্লাসের মার্কশিট।
  • কলেজ থেকে বোনাফাইড সার্টিফিকেট।
  • বার্থ সার্টিফিকেট অথবা জন্ম শংসাপত্র।
  • আসন বরাদ্দ করার জন্য কাউন্সেলিং লেটার।
  • আপনার পরিবারের আয়ের শংসাপত্র অথবা বেতন স্লিপ (৩ মাসের জন্য) অথবা আইটি রিটার্ন ফর্ম।
  • আপনার টিউশন/ হোস্টেল/ মেসের প্রদত্ত রসিদ।
  • আপনার কলেজ থেকে খরচের বিবরণী।
  • আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ অর্থাৎ আপনার ব্যাঙ্ক পাসবুকের কপি।
  • ই-আধার অথবা আপনার আসল আধারের স্ক্যান কপি।

যোগ্যতা(Eligibility):-

এই Amazon স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারী মহিলা শিক্ষার্থীর যা যা যোগ্যতা থাকা দরকার সেগুলি হল-

  • সর্বপরি আবেদনকারীকে ভারতের যে কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাসকারী একজন মহিলা শিক্ষার্থী হতে হবে।
  • আবেদনকারী মহিলা শিক্ষার্থীকে অতি অবশ্যই কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি তে B.E/ B.Tech কোর্সের প্রথম বর্ষের একজন ট্রেনি হতে হবে
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৩,০০,০০০/- টাকার নীচে হতে হবে।
  • পরিবারের প্রথম মহিলা গ্ৰাজুয়েট শিক্ষার্থীরা অগ্ৰাধিকার পাবে।

আবেদনের সময় সীমা(Last Date of Application):-

এই স্কলারশিপের জন্য আবেদন পত্র জমা নেওয়ার অনলাইন পোর্টাল ইতিমধ্যেই খুলে গিয়েছে। তাই যে সব দরিদ্র পরিবারের মহিলা শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পাস করে বসে আছেন তারা আর দেরি না করে আজই আবেদন করে ফেলুন। এবং Amazon কোম্পানির তরফ থেকে প্রতি বছর বছর স্কলারশিপ পেয়ে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি তে ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা কোর্স Complete করুন আর Amazon কোম্পানিতে চাকরি করে জীবনে সুপ্রতিষ্ঠিত হয়ে উঠুন।

বৃত্তির অর্থ কবে পাবেন(When will Get Amazon Scholarship):-

Amazon কোম্পানির তরফ থেকে ভারতের প্রতিটি অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের মহিলা শিক্ষার্থীকে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি তে চার বছরের ডিপ্লোমা কোর্স Complete করার জন্য প্রথম বর্ষে ভর্তি হওয়া থেকে শুরু করে শেষ বর্ষে ভর্তি হওয়া পর্যন্ত প্রত্যেক বছর বছর ৪০,০০০/- টাকা করে মোট ১,৬০,০০০/-টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। যার প্রথম কিস্তির টাকা আগামী নতুন বছরের ৩১ শে মার্চ দেওয়া হবে।

আরও পড়ুন : Amazon Recruitment 2022 : অ্যামাজন কোম্পানিতে নিয়োগ ! এক হাজারের বেশি শূন্যপদ।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles