ANM & GNM Exam 2023 : ANM & GNM পরীক্ষার তারিখ পরিবর্তন ! কবে হতে চলেছে পরীক্ষা? জেনে নিন বিস্তারিত !

WhatsApp Group Join Now
Google News Follow

ANM & GNM Exam 2023 : রাজ্যে নার্সিং কোর্সে ভর্তির প্রবেশিকা ANM-GNM পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করা হলো। গত ১৯ জুন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ২০২৩ শিক্ষাবর্ষের ANM-GNM পরীক্ষার সংশোধিত সময়সূচি ঘোষণা করেছে।

Click here for Official notification : https://wbjeeb.nic.in/EXMANMGNMCMS/File/ViewFile?FileId=64&LangId=P

এবছর ANM-GNM পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল?

এবছর ANM-GNM পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২ জুলাই , বেলা ১২ টা থেকে। তবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে, কিছু অনিবার্য পরিস্থিতির কারণে পরীক্ষার দিনক্ষণে কিছু সংশোধন করা হয়েছে। কারণ টা নোটিশে দেওয়া হয়নি।

Information Bulletin of ANM(R) & GNM 2023 Candidates : https://wbjeeb.nic.in/EXMANMGNMCMS/File/ViewFile?FileId=50&LangId=P

এবছর ANM-GNM পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবছর ANM-GNM পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩ জুলাই (রবিবার), সকাল ১১ টা থেকে।প্রায় 21 দিন পিছিয়ে গেলো ANM & GNM নার্সিং পরীক্ষার দিন।

ANM GNM Old Question Papers : https://wbjeeb.nic.in/EXMANMGNMCMS/Page/Page?PageId=2&LangId=P

Admit Card ডাউনলোড কবে থেকে করা যাবে?

এর সাথেই নোটিশে এটাও বলা হয়েছে যে, নতুন তারিখ হিসাবে 17 জুলাই সোমবার থেকে Admit Card ডাউনলোড শুরু হয়ে যাবে।

Registered Candidates Sign-In of ANM(R) & GNM 2023 : https://admissions.nic.in/WBJEEB/Applicant/Root/home.aspx?enc=yVQCIiq12npg+pcvNJRdc36/MqKl0x4WzJ4EJtQZYUHCLUZy1E51ZeXA63YG+Jh3

পরীক্ষা হবে কিভাবে ? 

পরীক্ষা হবে অফলাইনে পেপার ও পেন মোডে।

Rules of Examination : https://wbjeeb.nic.in/EXMANMGNMCMS/File/ViewFile?FileId=54&LangId=P

পরীক্ষার পদ্ধতি কি আগের মতন থাকবে?

পরীক্ষার পদ্ধতি কিন্তু আগের মতন থাকবে মানে MCQ প্রশ্ন উত্তর থাকবে 100 প্রশ্নের আর মোট নম্বর থাকবে 115 এছাড়াও পরীক্ষার সময়সীমা থাকবে 1 ঘণ্টা 30 মিনিট, OMR সিটের প্রশ্নের উত্তর করতে হবে কালো রঙের বল পেনের সাহায্যে।

Examination Zone of ANM(R) & GNM 2023 : https://wbjeeb.nic.in/EXMANMGNMCMS/File/ViewFile?FileId=51&LangId=P

আরও পড়ুন :  Railway RPF Recruitment 2023 : মাধ্যমিক পাশে রেলে চাকরির সুযোগ, শূন্যপদ ৯০০০ টি !

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles