CCL Recruitment Notice : স্থায়ী চাকরির বিজ্ঞপ্তি – সেন্ট্রাল কোল ফিল্ডে কর্মী নিয়োগ।

WhatsApp Group Join Now
Google News Follow

CCL Recruitment Notice : জুনিয়র কেমিস্ট এবং জুনিয়র টেকনিশিয়ান ইন্সপেক্টর পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।CCL বা সেন্ট্রাল কোল ফিল্ডস লিমিটেডের তরফ থেকে নতুন করে নিয়োগের অফিসিয়াল নোটিশ (CCL Recruitment Notice) প্রকাশিত হলো। অফলাইনের মাধ্যমে রাজ্যের অন্তর্গত নারী-পুরুষ নির্বিশেষে সকল চাকরি প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)

নোটিশ প্রকাশ 26.08.2022
আবেদন শুরু 26.08.2022
আবেদন শেষ 15.09.2022 

 

নিয়োগের তথ্য (Post Details):

  1. পদের নাম(Name of the Post) :  জুনিয়ার কেমিস্ট (Junior Chemist)

শূন্যপদ(Number of Vacancy) : 23 টি।

2. পদের নাম(Name of the Post) : জুনিয়ার টেকনিশিয়ান (Junior Technician)

শূন্যপদ(Number of Vacancy) : 82 টি।

Click Here for Official Notification

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : দুটি পদের (CCL Recruitment Notice) জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি বিষয়ে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা(Age Limit) : আবেদন প্রার্থীর সর্বনিম্ন বয়স 18 বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

নিয়োগ পদ্ধতি (Recruitment Process) : লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।

Click Here for official Notification & Syllabus (3rd Page of Official Notification)

আবেদন পদ্ধতি (How to Apply):

  • প্রার্থীদের আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।

Downloads Application Form

  • আবেদন পত্রটি(Application Form) ডাউনলোড করা হয়ে গেলে সেটিকে A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে।
  • আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং এর সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি পত্রগুলি যুক্ত করতে হবে।
  • সবশেষে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি মুখবন্ধ খামে ভরে উল্লেখিত ঠিকানায় সঠিক সময়ের মধ্যে পাঠাতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা(Application Sent) : Office of the General Manager (P-NEE), CCL, RANCHI

আরও পড়ুন : WB Group -D & Group -C New Requirement 2022: রাজ্যে ৪২ হাজার শূন্য পদে নিয়োগ | কারা কারা আবেদন করতে পারবেন | শিক্ষাগত যোগ্যতা | আবেদন পদ্ধতি |সম্পর্কিত সমস্ত তথ্য জেনে নেওয়া যাক।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles