LIC Scholarship : LIC এর নতুন স্কলারশিপ, কিভাবে আবেদন করতে হবে, জেনে নিন।

WhatsApp Group Join Now
Google News Follow

LIC Scholarship : ভারতীয় জীবন বীমা নিগম স্কুল কলেজের পড়ুয়াদের জন্য বৃত্তিমুলক কর্মসূচী চালু করেছে, যার পোশাকি নাম HFL Vidyadhan LIC Scholarship 2022. এই স্কলারশিপে কিভাবে আবেদন করবেন, কারা আবেদনের যোগ্য, কত টাকা পাবেন, সমস্ত কিছু নিয়ে রইলো বিস্তারিত তথ্য।

LIC HFL Vidyadhan Scholarship 2022 স্কলারশিপটা কি?

LIC-র হাউসিং ফিনান্স লিমিটেড এর পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এই স্কলারশিপ এর ব্যবস্থা করা হয়েছে।এই স্কলারশিপ এর মাধ্যমে পড়ুয়াদের আর্থিক সাহায্য করা হয়ে থাকে।যাতে তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে।দশম শ্রেণী থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত যেকোনো পড়ুয়া এই স্কলারশিপে আবেদন করতে পারবেন । HFL Vidyadhan LIC Scholarship 2022 স্কলারশিপ এ প্রত্যেক পড়ুয়াকে ২ বছর বার্ষিক ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়ে থাকে।

আবেদনের সময়সীমা:

HFL Vidyadhan LIC Scholarship 2022 স্কলারশিপ এ পড়ুয়ারা ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে পুরোপুরি অনলাইনেই আবেদন করতে হবে। www.b4s.in/it/LHVP2 এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।

Click here for Official Website : https://www.buddy4study.com/page/lic-hfl-vidhyadhan-scholarship

Click here for 1st Time Registration : https://www.buddy4study.com/register?url=%2Fpage%2Flic-hfl-vidhyadhan-scholarship&&cuid=page/lic-hfl-
vidhyadhan-scholarship

If already Registered plese Put Mail ID & Password
If already Registered please Put Mail ID & Password

যোগ্যতা(Eligibility):

  • ভারতের যেকোনো স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানে (২০২২-২৩ শিক্ষাবর্ষে) স্নাতকোত্তর প্রোগ্রামের প্রথম বছরে নথিভুক্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
  • আবেদনকারীদের অবশ্যই তাদের নিজ নিজ UG স্তরের প্রোগ্রামে কমপক্ষে 60% নম্বর পেতে হবে।
  • সমস্ত উৎস থেকে আবেদনকারীর পারিবারিক আয় বার্ষিক INR 3,60,000-এর বেশি হওয়া উচিত নয়৷
  • কোভিড-আক্রান্ত শিশুদের অগ্রাধিকার দেওয়া হবে যারা 2020 সালের জানুয়ারি থেকে তাদের উপার্জনকারী সদস্য/বাবা- মাকে হারিয়েছেন বা যাদের উপার্জনকারী পরিবারের সদস্যরা মহামারী চলাকালীন জীবিকা/কর্মসংস্থান হারিয়েছেন।

সুবিধা(Benefits):

  • 2 বছরের জন্য এবং প্রতি বছর 20,000 টাকা।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ ৬০ হাজার টাকার বেশি হলে এই স্কলারশিপ পাওয়া যাবে না।

আরও পড়ুন : National Scholarship: NSP স্কলারশিপ পোর্টালে আবেদন করলে পেয়ে
যাবেন ২০ হাজার টাকা, বিস্তারিত জানুন।

 

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles