WBCS 2023 Recruitment Notice : WBCS এর আবেদন শুরু হলো ! সিলেবাস, যোগ্যতা, আবেদন পদ্ধতি দেখুন |

WhatsApp Group Join Now
Google News Follow

WBCS 2023 Recruitment Notice : WBCS 2023 এর Recruitment Notification প্রকাশিত হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে-মেয়েরা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয়।

WBCS পরীক্ষার মাধ্যমে Group-A, Group-B, Group-C এবং Group-D এর বিভিন্ন বিভাগের বিভিন্ন পদে নিয়োগ করা হয়ে থাকে। বিভিন্ন গ্রুপের চাকরির বেতনের ক্ষেত্রেও পার্থক্য রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার সিলেবাস, বেতনের পরিমান, আবেদন প্রক্রিয়া জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদন শুরু

আবেদন শেষ

 25/02/2023  28/02/2023

21/03/2023

 

Click here for Official Notification: https://drive.google.com/file/d/1JlPHZrjzpXdCohNo3xS9i4C9v_U5vq14/view?usp=share_link

যে সমস্ত গ্রুপে নিয়োগ করা হয় WBCS পরীক্ষার মাধ্যমে : WBCS পরীক্ষার মাধ্যমে গ্রুপ-A, গ্রুপ-B, গ্রুপ-C এবং গ্রুপ-D তে নিয়োগ করা হয়।

গ্রুপ-A :

  • ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজিকিউটিভ ।
  • অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব রেভিনিউ ইন দ্য ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস ।
  • ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস ।
  • ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস।
  • ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস ।
  • ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস।

গ্রুপ-B :

  • ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস।

গ্রুপ-C :

  • সুপারিন্টেনডেন্ট, ডিস্ট্রিক্ট কারেকশনাল সুপারি়টেডেন্ট, সেন্ট্রাল কারেকশনাল হোম ।
  • জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার।
  • ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাক্টিসেস ।
  • ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস ।
  • ওয়েস্ট বেঙ্গল সাব-অর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস।
  • অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার ।
  • রেজিস্ট্রার/ জয়েন্ট রেজিস্ট্রার- কনজিউমার অ্যাফেয়ার্স দফতর ।
  • অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার- সেচ।
  • চিফ কন্ট্রোলার অব কারেকশনাল সার্ভিসেস।

গ্রুপ-D :

  • ইনস্পেক্টর অব কো-অপারেটিভ সোসাইটি ।
  • পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার।
  • রিহ্যাবিলিটেশন অফিসার।

গ্রুপ অনুযায়ী মাসিক বেতনের পরিমান :

গ্রুপ-A: পে লেভেল 16 অনুযায়ী প্রতিমাসে 56,100 – 1,44,300 টাকা।

গ্রুপ-B: পে লেভেল 16 অনুযায়ী প্রতিমাসে 56,100 – 1,44,300 টাকা।

গ্রুপ-C:

  • পে লেভেল 12 অনুযায়ী প্রতিমাসে 35,800 – 92,100 টাকা।
  • পে লেভেল 14 অনুযায়ী প্রতিমাসে 39,900 – 1,02,800 টাকা।
  • পে লেভেল 15 অনুযায়ী প্রতিমাসে 42,600 – 1,09,800 টাকা।

গ্রুপ-D: পে লেভেল 10 অনুযায়ী প্রতিমাসে 32,100 – 82,900 টাকা।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে শুধুমাত্র গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক পাশ হয়ে থাকলে আবেদন করা যাবে। সেইসাথে বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে পারতে হবে। যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে বাংলা ভাষা জানার বিষয়টি প্রযোজ্য না।

বয়সসীমা(Age Limit) : 01/01/2023 তারিখ অনুযায়ী 21-36 বছরের মধ্যে বয়স।সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC সহ অন্যান্য সংরক্ষিত শ্রেনির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

নিয়োগ প্রক্রিয়া(Recruitment Process) :

  • প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam)
  • মেন পরীক্ষা (Main Exam)
  • ইন্টারভিউ (Interview)

পরীক্ষার সিলেবাস(Examination Syllabus) : নিচে আমরা WBCS পরীক্ষার সিলেবাস ডাউনলোড করার লিংক দিয়েছি।

Click here for Downloads Examination Syllabus : https://drive.google.com/file/d/1B4ORw1-yTbdxqqkZTkoeOiPPU9ruO-0m/view?usp=share_link

প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস(Preliminary Syllabus) :

  • ২০০ নম্বরের প্রিলি পরীক্ষা হবে।
  • সময়সীমা থাকবে ২ ঘন্টা ৩০ মিনিট।
  • ৮ টি বিষয় থেকে ২০০ টি প্রশ্ন থাকে। (প্রতিটি বিষয় থেকে ২৫ নম্বর করে থাকে)
  • প্রশ্ন হবে MCQ টাইপের।

Sl. No.

Subject Marks
1. English Composition

25

2.

General Science 25
3. Current events of National & International Importance

25

4.

History of India 25
5. Geography of India with special reference to West Bengal

25

6.

Indian Polity and Economy 25
7. Indian National Movement

25

8.

General Mental Ability

25

 

মেন পরীক্ষার সিলেবাস(Main Syllabus) :

  • মেন পরীক্ষা মোট ৭ টি পেপারের হয়ে থাকে।
  • ৬ টি কম্পালসারি এবং একটি অপশনাল।
  • প্রতিটি পেপারে ২০০ নম্বর থাকে।
  • প্রশ্ন হয় বর্ণনামূলক বা Descriptive টাইপের।

আবেদন প্রক্রিয়া(Application Process) :

  • পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Click here for Apply Online : https://wbpsc.gov.in/index.jsp

  • মোবাইল অথবা কম্পিউটার থেকে প্রথমে কমিশনের ওয়েবসাইট ওপেন করতে হবে। তারপর আবেদন করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। যারা এর আগে তাদের মোবাইল নম্বর এবং ইমেল দিয়ে অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছেন তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না।

Click here for 1st time Registration : https://wbpsc.gov.in/candidateOTRegistration.jsp

  • Enrollment Number এবং Password লিখে ক্যাপচা ফিল করে লগ ইন করতে হবে। এরপর আবেদন করার জন্য মেন পেজ ওপেন হবে। সঠিক তথ্য দিয়ে অনলাইন ফর্মটি ফিল আপ করতে হবে।
  • পূরন করা তথ্য গুলি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার ভালো করে মিলিয়ে নিতে হবে। সবশেষে আবেদন ফি প্রযোজ্য হলে তা অনলাইনের মাধ্যমে জমা করে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট করে দিতে হবে।

আবেদন ফি(Application Fees) : অনলাইনে আবেদন করার জন্য 210/- টাকা ফি লাগবে। তবে পশ্চিমবঙ্গের SC, ST, PwD শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগছে না।

আরও পড়ুন : SBI Recruitment 2023 : স্টেট ব্যাঙ্কে একাধিক পদে কর্মী নিয়োগ !

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles