Income Tax Dept. Recruitment 2023 : মাধ্যমিক পাশে MTS সহ অন্যান্য কর্মী নিয়োগ আয়কর বিভাগে !

WhatsApp Group Join Now
Google News Follow

Income Tax Dept. Recruitment 2023 : ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তথা আয়কর বিভাগের তরফ থেকে এবার জারি হয়েছে বিরাট নিয়োগের সুখবর। মাল্টি টাস্কিং স্টাফ সহ বেশ কয়েক ধরনের পদে নেওয়া হবে কর্মী। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন।

Click here for Official Website : https://incometaxindia.gov.in/Pages/default.aspx

1. পদের নাম (Name of the Post) : মাল্টি টাস্কিং স্টাফ।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification): স্বীকৃত স্কুল বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

বয়সসীমা(Age Limit): ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 25 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

বেতন(Salary): সর্বনিম্ন 18,000/- টাকা থেকে সর্বোচ্চ 56,900/- টাকা অব্দি হতে পারে বেতন।

2. পদের নাম(Name of the Post) :  ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification): স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

বয়সসীমা(Age Limit): প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 27 বছর বয়স হতে হবে।

বেতন(Salary): সর্বনিম্ন 25,500/- টাকা থেকে সর্বোচ্চ 81,100/- টাকা অব্দি হতে পারে বেতন।

3. পদের নাম(Name of the Post) : ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification): স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

বয়সসীমা(Age Limit): প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 30 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

বেতন(Salary): সর্বনিম্ন 44,900/- টাকা থেকে সর্বোচ্চ 1,42,400/- টাকা অব্দি হতে পারে বেতন ।

আবেদন পদ্ধতি(Application Procedure):

  • অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করে নিন।

Click here for Official Notification : https://incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/44/Sport-Quota-Recruitment-NWR.pdf

  • অফিসিয়াল নোটিফিকেশন এর মধ্যেই Annexure -II নামক ফর্মটি পাবেন যেটি বের করে নিতে হবে।
  • এবার নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে যত্ন সহকারে পূরণ করে নিন।
  • নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।
  • রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন নিজের সঙ্গে সিগনেচার করে দেবেন নিজের।
  • সবার শেষে যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে যুক্ত করে তা নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা(Fill up Application Sent): Dy. Commissioner of Income Tax (Hq) (Admn), O/o the Principal Chief Commissioner of Income Tax, NWR, Aayakar Bhawan, Sector -17E, Chandigarh -160017

আবেদনের সময়সীমা(Application Last Date): আগামী 17/03/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন : WBCS 2023 Recruitment Notice : WBCS এর আবেদন শুরু হলো ! সিলেবাস, যোগ্যতা, আবেদন পদ্ধতি দেখুন |

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles