Indian Post Recruitment : ভারতীয় ডাক বিভাগে ১৩ হাজার নতুন নিয়োগ !

WhatsApp Group Join Now
Google News Follow

Indian Post Recruitment : কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট।জানুয়ারি মাসেই দেশ জুড়ে মোট 40 হাজার GDS পোস্টে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল পোস্ট অফিসের তরফে। সেই প্রক্রিয়া এখনও চলছে। আরও বহু সংখ্যক পদে করা হবে কর্মী নিয়োগ।

  • সমস্ত গ্রামীণ এলাকায় প্রতি পাঁচ কিলোমিটারের মধ্যে ব্যাঙ্কিং পরিষেবা নিশ্চিত করতে চায় দেশের ডাকবিভাগ। এর ফলে 13 হাজারেরও বেশি নতুন পদ তৈরি।
  • দেশজুড়ে অনেকগুলি নতুন ব্রাঞ্চ পোস্ট অফিস ও অন্যান্য আনুসাঙ্গিক পরিকাঠামো তৈরি করতে প্রায় সাড়ে 88 কোটির বেশি টাকা খরচ হবে। তবে পোস্ট অফিসের এই পরিকল্পনাটি ইতিমধ্যেই বাস্তবায়িত করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রক সম্মতি দিয়েছে।
  • দেশের বিভিন্ন জায়গায় মোট 5,746 টি নতুন ব্রাঞ্চ পোস্ট অফিস তৈরি হবে।
  • ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, গ্রামের ব্যাঙ্কিং পরিষেবা আরও উন্নত এবং আধুনিক করতে নতুন করে 5 হাজার 764 টি গ্রামীণ ডাক সেবক বা ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদ তৈরি করা হবে। এই পদের জন্য2 লক্ষ 10 হাজার টাকা বার্ষিক বেতন দেওয়া হবে।
  • 7 হাজার 82 টি সহকারী গ্রামীণ ডাক সেবক বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদ তৈরি করা হবে। এই পদের জন্য বার্ষিক 1 লক্ষ 61 হাজার 100 টাকা করে বেতন দেওয়া হবে।
  • 275 টি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, 120 টি মেইল ওভারসিয়ার ও 60 টি ইনসপেক্টরের পদ।
  • পোস্ট অফিসের ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে দেশের মানুষ নানান সরকারি পরিষেবা পাচ্ছেন। তবে এ কথাও ঠিক যে অপ্রতুল পরিকাঠামো এবং কর্মীর অভাব সংক্রান্ত সমস্যা রয়েছে এক্ষেত্রে।
  •  গ্রামবাসীদের উন্নত এবং আধুনিক পরিষেবা দিতে গেলে নতুন করে কর্মী নিয়োগ, পরিকাঠামোগত উন্নয়ন ও দেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন ব্রাঞ্চ পোস্ট অফিস তৈরি করা আবশ্যিক ছিল। অর্থমন্ত্রণালয়ের সম্মতি ইতিমধ্যেই পেয়ে যাওয়ার কারণে এই প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
  • ডাক বিভাগের তরফে দেশজুড়ে একটি সমীক্ষা চালানো হয় এবং তারপরেই নতুন ব্রাঞ্চ তৈরীর প্রস্তাব অর্থমন্ত্রকে জানানো হয়। গত ২২ মার্চ অর্থমন্ত্রকের অনুমোদন মিলেছে।
  • অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ওয়েস্টবেঙ্গলসার্কেলের সম্পাদক শুভ্রদ্বীপ চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, ‘পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে গ্রামীণ ভারতের মানুষকে প্রকৃত ব্যাঙ্কিং পরিষেবা দেওয়া সম্ভব।

আরও পড়ুন : India Post Recruitment 2023 : পোস্ট দপ্তরে গ্রুপ-C পদে কর্মী নিয়োগ করা হচ্ছে ! মাসিক বেতন 19,900 থেকে 63,200 টাকা।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles