WB Govt Karmai Dharma Scheme|পশ্চিমবঙ্গে নতুন প্রকল্পে 2 লক্ষ বেকার যুবক-যুবতীদের মোটরসাইকেল দেওয়া হবে !

Join Our WhatsApp Group For New Update

Contents

WB Govt Karmai Dharma Scheme: রাজ্যের মানুষের জন্য একাধিক প্রকল্পের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। হাজার হাজার কোটি টাকা খরচ করে এই সমস্ত প্রকল্পের সাহায্যে রাজ্যের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাইছে সরকার। কন্যাশ্রী, রূপশ্রী, বিধবাভাতা থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বর্তমান পরিস্থিতিতে চাকরির বাজার খুবই খারাপ।  এমতাবস্থায় বেকারত্ব নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পশ্চিমবঙ্গের প্রচুর বেকার যুবক-যুবতী।এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের মুখে হাসি ফোটাতে রাজ্য সরকার নতুন একটি প্রকল্পের কথা ঘোষণা করেছেন। রাজ্য সরকারের নতুন একটি প্রকল্পের মাধ্যমে দু’লক্ষ বেকার যুবক যুবতীদের মোটরসাইকেল দেওয়ার পরিকল্পনা শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার।

কর্মই ধর্ম (WB Govt Karmai Dharma Scheme) প্রকল্প এর সমন্ধে জানা যাক।

প্রকল্পটির নাম ‘কর্মই ধর্ম ‘ (WB Govt Karmai Dharma Scheme) যার মাধ্যমে রাজ্যের প্রায় ২ লক্ষ বেকার যুবক-যুবতীদের মোটরসাইকেল কেনার জন্য অতি সহজে ঋণ দেওয়া হবে।  ‘কর্মই ধর্ম’ প্রকল্পের মাধ্যমে যেইসব বেকার যুবক-যুবতী বাইক বা স্কুটি কেনার জন্য আগ্রহী তাদের কো-অপারেটিভ ব্যাংক থেকে সহজে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

Click Here for More Details

ডকুমেন্টস কি কি লাগবে আবেদন করতে?

  1. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  2. দু’কপি পাসপোর্ট সাইজ ছবি আবেদনকারীর।
  3. ভোটার কার্ডের জেরক্স কপি।
  4. আধার কার্ডের জেরক্স কপি।
  5. বসবাসের প্রমানপ্রতের কপি।

আবেদনের ক্ষেত্রে মিনিমাম শর্তাবলী।

  1. আবেদন করতে হলে, আবেদনকারীকে কে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস এর সার্টিফিকেট থাকতে হবে আবেদনকারীর।
  3. বেকার যুবক-যুবতীরা ছাড়াও যারা কোন কাজে যুক্ত তারা এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন।

কিভাবে আবেদন করবেন।

অফলাইনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে অথবা পৌর এলাকার বাসিন্দা হলে পৌর অফিস থেকে ফর্ম সংগ্রহ করে জমা করতে হবে। 

আবেদন করতে ইচ্ছুক তাদের মধ্যে যদি কেউ গ্রামাঞ্চলে বসবাস করে তাহলে তারা পঞ্চায়েত অফিস থেকে এই প্রকল্পের আবেদনের ফরমটি সংগ্রহ করে সেটি ফিলাপ করে উপরের দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সংযুক্ত করে জমা দিতে হবে।

পৌর এলাকায় যদি কেউ  বসবাস করেন তাহলে তাকে মিউনিসিপ্যালিটি থেকে এই আবেদনের ফরমটি সংগ্রহ করে তার সঙ্গে উপরের দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সংযুক্ত করে সেটি জমা করতে হবে।

 আরও পড়ুন :  West Bengal Government Schemes: আগস্ট মাসে ২০ টি নতুন প্রকল্পের টাকা দেওয়া হবে, প্রকল্প গুলোর সমন্ধে জেনে নিন।

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles